অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর|| জাপানের ওসাকা শহরতলিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।
সরকারি টেলিভিশন এনএইচকে জানায়, ইচ্ছাকৃতভাবে কেউ আগুন ধরিয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভুক্তভোগীরা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে।
এক ভিডিওতে কয়েকজন দমকলকর্মীকে ভবনের চতুর্থ তলায় আগুন নেভাতে দেখা যায়। আর দেখা যায় আগুনে জানালার চারপাশে পুড়ে কালো হয়ে গেছে।
শুক্রবার সকালে উদ্ধার কর্মকর্তারা আগুনের সতর্কবার্তা পান। দমকল বিভাগ জানায়, ৩০ মিনিটের মধ্যে তারা সফলভাবে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। অবশ্য এর আগে ২০ বর্গমিটার এলাকা পুড়ে যায়।
ভবনটি বাণিজ্য ও বিনোদনের জন্য ব্যস্ত এলাকা ওসাকায় অবস্থিত।