Crash: বিমান বিধ্বস্ত হয়ে সপরিবারে সংগীত প্রযোজক নিহত

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর|| ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোর লাস আমেরিকাস বিমানবন্দরে জরুরী অবতরণের সময় এক ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন।

হেলিদোসা অ্যাভিয়েশন গ্রুপের প্লেন অপারেটরের বরাতে খবরটি নিশ্চিত করেছে সিএনএন।

ঘটনাস্থলেই মারা যান সাত যাত্রী ও দুই বিমান ক্রু। যাত্রীদের মধ্যে ৬ বিদেশি ও এক ডোমিনিকান।

তবে অন্য ৬ যাত্রীর জাতীয়তা পরিচয় প্রকাশ করেনি হেলিদোসা অ্যাভিয়েশন গ্রুপ।

নিহতদের একজন পুয়ের্তোরিকান সংগীত প্রযোজক হোসে আনহেল হার্নান্দেজ। ‘ফ্লো লা মুভ্যি’ নামে পরিচিত তিনি। দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তানও মারা গেছে।

মূলত হিট গান ‘তে বোতে’র জন্য পরিচিতি ও জনপ্রিয়তা পান আনহেল হার্নান্দেজ। ৩৮ বছর বয়সী এই তারকার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। সমবেদনা জানিয়েছেন অনেক পুয়ের্তোরিকান ও লাতিন শিল্পী।

তাদের মধ্যে আছেন সুপারস্টার জে বালভিন এবং বিখ্যাত পপ সিঙ্গার রিকার্ডো মন্তানার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?