স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর।। দীর্ঘদিন ধরে ভিলেজ অফিসের জরুরী কাজ কর্ম লাটে উঠে রয়েছে, ভোগান্তির শিকার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন কাঁকড়া ছড়া এলাকার সাধারণ জনগণ।
ভিলেজ কার্যালয়ের সেক্রেটারি বাবু নিজের মর্জি মাফিক ইচ্ছে হলে ভিলেজ কার্যালয়টি খুলেন, না হয় ভিলেজ কার্যালয় বন্ধ রাখেন এমনটাই অভিযোগ করেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত জনজাতি অংশের মানুষজনেরা।
কাঁকড়া ছড়া এলাকার এলাকাবাসীরা অভিযোগ করে জানায় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লক এর অধীন কাঁকড়া ছড়া এডিসি ভিলেজ কার্যালয়টি তালাবন্দি অবস্থায় রয়েছে, তাও আবার দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে।
যার ফলে ভিলেজ কার্যালয়ের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে স্থানীয় গিরিবাসীরা। ভিলেজ এলাকার সংশ্লিষ্ট এলাকাবাসীরা জানায়, ভিলেজ কার্যালয়ের পঞ্চায়েত সচিব সঞ্জীত দেববর্মা নাকি নিজের মর্জি মাফিক পঞ্চায়েতের তালা খুলে আবার বন্ধ করে বাড়ি চলে যায়।
তাতে ভিলেজ এলাকার সুবিধাভোগীরা কাকড়াছড়া এডিসি ভিলেজের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। সংশ্লিষ্ট এলাকার এক প্রবীণ নাগরিক জানান জন্ম-মৃত্যুর সার্টিফিকেট সহ জরুরী কাগজপত্র দীর্ঘদিন ধরে ঘুরেও পাচ্ছে না ভিলেজ কার্যালয়টি তালাবন্দি থাকার ফলে।
স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্যও দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার দূরে মুঙ্গিয়াকামী আরডি ব্লকে যেতে হয়, আর যেতে গেলে অর্থের প্রয়োজন, সেই অর্থও তাদের কাছে নেই।
কারণ, জুম চাষ এবং বাজারে বিভিন্ন লতাপাতা বিক্রি করে তাদের খুবই কষ্টে জীবিকা নির্বাহন করতে হয়। অন্যদিকে ভিলেজ কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবন্দি থাকার কারণে ঐ এলাকার এলাকাবাসীরা রেগার কাজের সঠিক তথ্য পাচ্ছে না বলেও অভিযোগ।
এখন দেখার বিষয় ব্লক প্রশাসন কাকড়াছড়া এডিসি ভিলেজের সচিব সঞ্জীত দেববর্মার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, নাকি পার পেয়ে যাবে অন্যান্য পঞ্চায়েত সচিবদের মতই এমনটাই অভিমত তথ্যবিঘ্য মহলের।