BCCI: সবার সামনে এসে সব প্রশ্নের উত্তর দিন: সৌরভকে গাভাস্কার

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর|| ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বিরাট কোহলির মধ্যে দূরত্ব বেশ ভালোভাবেই ফুটে উঠছে। যা নিয়ে বেশ বিরক্ত দেশটির কিংবদন্তি সুনিল গাভাস্কার।

 

ভারতের সাবেক এই অধিনায়ক মনে করছেন, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির উচিত এই অস্বচ্ছতা দূর করে মুখ খোলা এবং সবার সামনে কোহলির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়ার বিষয়টি পরিষ্কার করা।

 

কোহলি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন স্বেচ্ছায়।

 

পরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কদিন আগে সৌরভ বলেছিলেন, টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে কোহলিকে অনুরোধ করেছিল বোর্ড। কিন্তু বুধবার সংবাদ সম্মেলনে কোহলি শোনালেন ভিন্ন কথা।

 

কোহলি বলেন, ‘যখন আমি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিই ও বিসিসিআইয়ের কাছে যাই, তারা এটাকে ভালোভাবেই গ্রহণ করেছিল। কোনো বিরাগ বা দ্বিধা ছিল না, আমাকে এটা পুনর্বিবেচনা করতে বলা হয়নি। ভালোভাবে গ্রহণ করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল, এটি ইতিবাচক এবং সঠিক পথেই একটি পদক্ষেপ। ’কোহলি এ সময় আরো বলেন তিনি ওয়ানডে ও টেস্টের নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। এমনকি, দক্ষিণ আফ্রিকার দল বেছে নেওয়ার মাত্র ৯০ মিনিট আগে তাকে ফোন করে এক দিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়।

 

অর্থাৎ সৌরভ ও কোহলির কথায় কোনো মিল পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘কোহলির বক্তব্যে বোর্ডকে অকারণে টানার দরকার নেই। ও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে কথাগুলি বলেছে, যে দাবি করেছিল তার সঙ্গে কোহলির কথা হয়েছে। ’

‘হ্যাঁ, সৌরভ বিসিসিআই সভাপতি। তাই ওকেই জিজ্ঞাসা করা উচিত কেন দুজনের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। এই মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই সব থেকে ভালো লোক। ’

টি-টোয়েন্টির পর রোহিত শর্মার হাতে ওয়ানডের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। কোহলি এখন শুরু ভারতের টেস্ট অধিনায়ক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?