স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। যথাযোগ্য মর্যাদায় আজ লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে বিজয় দিবস পালন করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিলো। এ উপলক্ষে এলবার্ট এক্কা পার্কে আয়োজিত অনুষ্ঠানে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ বীর জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন কৃষি ও কৃষক কল্যাণ, পর্যটন ও পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
এছাড়া শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সৈনিক কল্যাণ বোর্ডের অধিকর্তা ব্রিগেডিয়ার রিটায়ার্ড জে পি তিওয়ারি, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জে রেড্ডি, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা প্রমুখ। অনুষ্ঠানে টি এস আর প্রথম ব্যাটেলিয়নের হাবিলদার সুভাষ দেবনাথের নেতৃত্বে জওয়ানগণ বিউগল বাজিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন ও সেলামী প্রদর্শন করেন।
শ্রদ্ধা জ্ঞাপনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় কৃষি ও কৃষক কল্যাণ, পর্যটন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় আজ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের আত্মবলিদানের মাধ্যমে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
এখানে এলবার্ট এক্কা পার্ক যার নামে রাখা হয়েছে সেই এলবার্ট এক্কা ৩ ডিসেম্বর ১৯৭১ দেশের হয়ে লড়াইয়ে আত্মত্মবলিদান লন। শহীদ এলবার্ট এক্কাকে পরমবীর চক্র প্রদান করা হয়। প্রতি এবং শহীদ বীর জওয়ানদের প্রতি ও তাদের পরিবার পরিজনদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, আমাদের ভারতীয় সেনাজওয়ানরা এদেশ রক্ষার্থে সময় সময় তাদের জীবনদান করছেন। তাঁদের এই আত্মবলিদান অমর হয়ে থাকবে। অনুষ্ঠানে বহু বিশিষ্টজনও উপস্থিত ছিলেন। সৈনিক কল্যাণ বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।