অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর|| ওয়েস্টহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া হ্যামার্সদের বিপক্ষে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে গানাররা।
বিরতি থেকে ফেরার শুরুতেই আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ম্যাচের শেষ মুহূর্তে গানারদের ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে মাঠে নামা স্মিথ রো।
তার আগে আর্সেনাল অধিনায়ক আলক্সান্দ্রে লাকাজেত্তের পেনাল্টি ফিরিয়ে দেন গোলরক্ষক লুকাস ফাবিয়ানাস্কি। ফরাসি ফরোয়ার্ডকে বক্সের ভেতর ফাউল করে বসেন ওয়েস্টহ্যামের ভ্লাদিমির কৌফল।
এর আগে আর্সেনাল ডিফেন্ডার কাইরেন টিয়ার্নিকে মুখে আঘাত করে প্রথমার্ধে নিজের প্রথম হলুদ দেখেছিলেন তিনি। লাকাজেত্তেকে ফাউলের পর দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। সঙ্গে পেনাল্টি পায় গানাররা।
ব্যবধানটা আরও বাড়াতে পারত মাইকেল আর্তেতার দল। টিয়ার্নির এক শট লাগে ক্রসবারে। পরে মার্তিনেল্লি আরেকটি সুযোগ হারান। বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েলও সুযোগ হাতছাড়া করেছেন।
এই জয়ে ওয়েস্টহ্যামকে পাঁচে নামিয়ে চতুর্থ স্থান দখল করল আর্সেনাল। ১৭ ম্যাচে গানারদের পয়েন্ট ২৯। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে ডেভিড ময়েসের দল। শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪১।