অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। তবে কী মার্সেলো বিয়েলসার ‘সম্মোহনী জাদু’ শেষ হয়ে এলো লিডস ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর? আর্জেন্টাইন কোচের অধীনে ১৬ বছরের অপেক্ষার ইতি টেনে গত মৌসুমে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে জায়গা করে নেয় দলটি।
২০২০-২১ মৌসুমে চমকও দেখায় তারা। বড় ক্লাবগুলো বেশ ভুগেছে লিডসের বিপক্ষে। পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল বিয়েলসার দল।
কিন্তু চলতি মৌসুমে বেশ নাজুক অবস্থা লিডসের।
এবার তারা ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হাতে। দাপুটে এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল পেপ গার্দিওলার দল।
১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। অন্যদিকে, ১৭ ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে লিডস। তাদের এখন চোখ রাঙাচ্ছে অবনমন অঞ্চল।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে ‘মাস্টারক্লাস’ ফুটবল উপহার দিতে থাকে সিটি। অষ্টম মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় তারা। ইংলিশ মিডফিল্ডারের গোলে একটি মাইলফলকেও পা রেখেছেন কোচ পেপ গার্দিওলা।
স্প্যানিশ কোচের অধীনে প্রিমিয়ার লিগে ২০৭ ম্যাচে সিটির এটি ৫০০তম গোল। কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ৫০০ গোলের মাইলফলক গড়তে সবচেয়ে কম ম্যাচ লেগেছে গার্দিওলার। এর আগে ২৩৪ ম্যাচে এই মাইলফলক গড়েছিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।
গার্দিওলাকে ৫০১তম গোল এনে দেন জ্যাক গ্রিলিশ। এরপর জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইন। একটি করে গোল করেন রিয়াদ মাহরেজ, জন স্টোনস ও নাথান আকে।