অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। বুন্দেসলিগায় আরেকটি দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্ডকে তাদেরই মাটিতে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা।
বায়ার্নের জয়ে হ্যাটট্রিক করেছেন সের্গে নাব্রি। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদভস্কি।
সেই সঙ্গে জার্ড মুলারের একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন পোলিশ স্ট্রাইকার।
বুন্দেসলিগায় এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের আগের রেকর্ডটি ছিল মুলারের। ১৯৭২ সালে বায়ার্নের জার্সিতে এই রেকর্ডটি গড়েন সাবেক জার্মান স্ট্রাইকার। স্টুটগার্ডের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে বাভারিয়ানদের হয়েই সেই রেকর্ড ছুঁলেন লেভা। ৪২ গোল নিয়ে পোলিশ তারকা বসলেন মুলারের পাশে।
অবশ্য মুলারের রেকর্ডটি ভাঙার সম্ভাবনা রয়েছে লেভার। বছর শেষ হওয়ার আগে বায়ার্ন শেষ ম্যাচটি খেলবে শুক্রবার ভলসবুর্গের বিপক্ষে। নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। তাতে গোল পেলেই রেকর্ডটি নিজের করে নিতে পারবেন লেভা।
এই জয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে হুলিয়ান নাগেলসম্যানের দল।