অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়েছে পাকিস্তান। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার পাকিস্তানের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করতে পারে ক্যারিবীয়রা।
ওপেনার ব্র্যান্ডন কিং ৪৩ বলে ৬৭ রানের ইনিংসে পথে রেখেছিলেন উইন্ডিজকে।
শেষ দিকে রোমারিও শেফার্ড ১৯ বলে অপরাজিত ৩৫ রান করেন। এরপরও জয় তুলে নিতে পারেনি অতিথিরা।
কৃতিত্ব অবশ্যই পাকিস্তান বোলারদের। শাহিন শাহ আফ্রিদি ২৬ রান খরচায় ৩ উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম, হাসির রউফ ও মোহাম্মদ নওয়াজ নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে পাকিস্তানের পক্ষে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান ৩০ বলে ৩৮, হায়দার আলি ৩৪ বলে ৩১ রান করেন। বাবর আজম আবারো ব্যর্থ হয়েছেন। মাত্র ৭ রান করেন তিনি।
ইফতিখার ও শাদাব খানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তানের স্কোর ১৭০ ছাড়ায়। ইফতিখার ১৯ বলে ৩২ রান করেন ১ চার ও ২ ছক্কায়। শাদাব ১২ বলে ১ চার ৩ ছক্কায় অপরাজিত ২৮ রান করেন। এই দুইয়ের ব্যাটে শেষ ৫ ওভারে ৫৯ রান তুলে পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন শাদাব।
বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।