অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি চেয়েছেন বিরাট কোহলি। ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবরই উঠে এসেছে। যা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে গেছে। অনেকের প্রশ্ন কোহলি ও রোহিত শর্মার সম্পর্কে কি ফাটল ধরেছে?
এমন আলোচনায় ঘি ঢাললেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
ছুটি নেওয়াতে কোনো আপত্তি নেই তার। তবে সেটা ঠিক সময়ে হওয়া উচিত। এমনই মন্তব্য ভারতের সাবেক অধিনায়কের। কোহলি ও রোহিত সম্পর্কে যে ফাটলের আভাস পাচ্ছেন, সে কথা বলতেও ভোলেননি আজহার।
১১ জানুয়ারি কোহলি-আনুশকার মেয়ে ভামিকার প্রথম জন্মদিন। ওই সময় তিনি মেয়ের কাছে থাকতে চান। যে কারণে তিন টেস্টের সিরিজ খেলে ফিরে আসবেন দেশে। আপাত সহজ সরল এই সিদ্ধান্ত নিয়ে তীব্র চাঞ্চল্য পড়ে গেছে ভারতীয় ক্রিকেট মহলে।
বলা হচ্ছে, বোর্ডের অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নন কোহলি।
সেই কারণেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কোহলির এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি সাময়িক, নাকি দীর্ঘমেয়াদি। যাই হোক না কেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তীব্র চাপে রয়েছে।
আর এরই মধ্যে আজহার বলে দিচ্ছেন, ‘বিরাট কোহলি বলছে, ওয়ানডে সিরিজে ও খেলবে না। রোহিত শর্মা আবার টেস্ট সিরিজে নেই। ছুটি নেওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। কিন্তু তার একটা সময় থাকে। এই রকম ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে দেয় যে ফাটল রয়েছে। না হলে কেউ অন্য ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ায় না। ’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান বিরাট কোহলি। বিশ্বকাপের পর ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। সাদা বলে এখন ভারতের অধিনায়ক রোহিত। কোহলি এখন শুধু টেস্টের অধিনায়ক।