অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ লাখের বেশি মানুষ মারা গেছে। দেশ হিসেবে মৃত্যুর সংখ্যায় এটি সর্বোচ্চ সংখ্যা।
বিবিসি জানায়, গত সোমবার যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছড়িয়ে যায়। একই সময়ে মারা যায় ৮ লাখের বেশি মানুষ।
গত বছরের তুলনায় চলতি ২০২১ সালেই করোনায় সবচেয়ে বেশি মার্কিন নাগরিক প্রাণ হারান। যাদের বড় একটি অংশ টিকা না নেওয়া ও বয়স্ক মানুষ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় চলে গেছে আবারও।
গত ১১ সপ্তাহে কমপক্ষে এক লাখের বেশি মানুষ মারা গেছে করোনায়, যা গত শীত বাদ দিয়ে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।
৮ লাখ মৃত্যু জনসংখ্যা বিবেচনায় বোস্টন বা ওয়াশিংটন ডিসির মতো শহরকে ছাড়িয়ে গেছে। যা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিনিদের সংখ্যার দ্বিগুণ।
করোনা প্রতিরোধে কড়া বিধিনিষেধ থেকে প্রণোদনাসহ নানা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেওয়া হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ। দেশটিতে ৬০ শতাংশের বেশি মানুষের দুই ডোজ টিকাকরণ সম্পন্ন হয়েছে।