স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমা রাডুকানু। যে কারণে আবুধাবির প্রদর্শনী টুর্নামেন্ট মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
আবুধাবিতে খেলতে না পেরে হতাশ রাডুকানু। তবে সুস্থ হয়ে দ্রুতই কোর্টে ফেরার আশা প্রকাশ করেছেন তিনি।
ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাডুকানুর আবুধাবির প্রদর্শনী ইভেন্টে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট বেলিন্ডা বেনসিচের সঙ্গে খেলার কথা ছিল। করোনা আক্রান্ত হওয়ার পর রাডুকানু আইসোলেশনে আছেন।
টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত ইউএস ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন রাডুকানু।
গত নভেম্বরে যার ১৯ বছর পূর্ণ হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে আগামী মাসে মেলবোর্নে একটি প্রস্তুতি টুর্নামেন্ট খেলার কথা রয়েছে তার।
রাডুকানু বলেন, ‘আবু ধাবিতে সমর্থকদের সামনে আমি খেলতে মুখিয়ে ছিলাম। নিয়ম অনুযায়ী আমি নিজেকে আইসোলশনে রেখেছি। আশা করি দ্রুত সেরে উঠব। ’