অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম রোগীর মৃত্যু হয়েছে। সোমবার এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি জানান, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালেও ভর্তি হচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, দুঃখের সঙ্গেই জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে যাচ্ছে এবং অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে।
এ সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেয়াই সবচেয়ে ভাল উপায়। ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না।
গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় যুক্তরাজ্যে। এই ধরনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
টিভিতে এক ভাষণে তিনি বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে আগামী কয়েক সপ্তাহে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ সুরক্ষা দেয়।
বিশ্বে যুক্তরাজ্য সরকারই প্রথম সরকারিভাবে ওমিক্রনে একজনের মত্যুর খবর জানাল।
যুক্তরাজ্যে রোববার ১২৩৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রতি দুই-তিনদিনে এই সংখ্যা দ্বিগুন হয়ে যাচ্ছে।