স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলঘরে ৪০ তম আগরতলা বইমেলা ২০২২ এর প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
তাছাড়া, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে সহ শিক্ষাবিদ, বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, পাবলিশার্স, বুক সেলার্স ও বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিগণ। আসন্ন বইমেলাকে আরও সুন্দর করে সকলের সহযোগিতায় সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়।