অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। লখিমপুর কাণ্ড পূর্বকল্পিত, জানাল সিট। মঙ্গলবার প্রকাশিত একটি রিপোর্টে এমনই তথ্য জানাল বিশেষ তদন্তকারী দল সিট। এই মর্মে ইতিমধ্যেই মন্ত্রীপুত্র সহ বাকি অভিযুক্তদের নামে চার্জশিট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল।
সূত্রের খবর, সিটের জমা দেওয়া রিপোর্টে পরিষ্কারভাবে জানানো হয়েছে, খুনের উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। যার জেরে প্রথমে মন্ত্রীপুত্র সহ ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, দুর্ঘটনা সহ একাধিক ধারায় যে মামলা দায়ের হয়েছিল, তার পরিবর্তন করা হচ্ছে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এবং এই ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে নতুন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
গত মাসেই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষা করে যে রিপোর্ট পেশ করা হয়েছিল, তাতেও চাপে পড়েছিলেন অভিযুক্ত। রিপোর্টে উল্লেখ করা হয়, ঘটনার দিন ওই লাইসেন্সড আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল অভিযুক্তরা। যদিও কেউ গুলিবিদ্ধ হননি সেদিন।
কৃষকদের অভিযোগ ছিল, বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে মন্ত্রী-পুত্র ও তাঁর সঙ্গীর আগ্নেয়াস্ত্র থেকে। দুজনেই অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে ফরেনসিক রিপোর্টেও কৃষকদের সেই অভিযোগের সত্যতা মিলেছিল। আর এবার তদন্তকারী অফিসার বিদ্যারাম দিবাকরের রিপোর্টে দাবি করা হল, ওই ঘটনা পূর্ব পরিকল্পিত।
প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে ৪ আন্দোলনরত কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ছেলে আশিস মিশ্রের দিকে অভিযোগে আঙুল ওঠে।
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। গত ১১ অক্টোবর মন্ত্রীপুত্র আশিস মিশ্র গ্রেফতার করা হয়।