অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। সোমবার সন্ধ্যায় শ্রীনগরে জঙ্গি হামলার ঘটনার বিস্তারিত তথ্য তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার শ্রীনগরের পান্থাচকের জেওয়াল এলাকায় একটি পুলিশ বাস লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা, শহিদ হন তিনজন, আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১জন।
জানা গিয়েছে, ওই বাসে জম্মু এবং কাশ্মীর আর্মড পুলিশের ৯ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা ছিলেন। হঠাত করেই এই হামলার ঘটনা ঘটেছে। ফলে জঙ্গিদের উপর প্রত্যাঘাত করা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, সন্ধায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পরেই এলাকা ছাড়ে জঙ্গিরা। কতজন জঙ্গি সেখানে ছিল তা এখনও কিছু স্পষ্ট নয়।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটারে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলায় শহিদ নিরাপত্তা আধিকারিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।’ হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি বলেন, ‘শ্রীনগরে পুলিশের বাসে কাপুরুষোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি।