অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলীর ব্যাটে ঠিক ২০০ রানের পুঁজি গড়ল পাকিস্তান। জবাব দিতে নেমে শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিমের বোলিংয়ে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাবর আজমের দল।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৬৩ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।
২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে অতিথি দল ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয়। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।
টস জিতে এদিন পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা মোটেও ভালো ছিল না স্বাগতিকদের। ইনিংসের প্রথম ওভারেই বাবর আজম (০) ফিরে যান আকিল হোসেইনের শিকার হয়ে। পঞ্চম ওভারে ফখর জামান (১০) রোমারিও শেফার্ডের শিকার হন। তাতে ৪.৫ ওভারে ৩৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
এরপর রিজওয়ান ও হায়দারের ১০৫ রানের তৃতীয় উইকেট জুটি। যে জুটিতে বড় স্কোরের ভিত পায় পাকিস্তান।
রিজওয়ান ৫২ বলে ৭৮ রান করেন ১০ চারে। শেষ ওভারে ফেরার আগে হায়দার আলি খেলেন ৩৯ বলে ৬৮ রানের ইনিংস। ৬ চারের সঙ্গে ছক্কা হাঁকান ৪টি।
মোহাম্মদ নওয়াজ শেষ দিকে ১০ বলে অপরাজিত ৩০ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। ১৭ ওভারে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ১৫৫। শেষ তিন ওভারে তারা নিয়েছে ৪৫ রান।
জবাব দিতে নেমে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শাই হোপ। ২৬ বলে ৩১ রান করেন তিনি। অধিনায়ক নিকোলাস পুরান ১০ বলে ১৮ রান করেন।
রোভমান পাওয়েল ১৫ বলে ২৩, রোমারিও শেফার্ড ১৬ বলে ২১ এবং ওদেন স্মিথ ১৬ বলে ২৪ রান করেন।
পাকিস্তানের পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নেন শাবাদ। উইকেটের সংখ্যায় অবশ্য তারচেয়ে সফল ওয়াসিম। ৪০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন হায়দার আলি।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃহস্পতিবার। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ১৮, ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।