অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ১০ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে সালমান খানের ‘দাবাং ট্যুর রিলোডেড’ অনুষ্ঠান। গত শুক্রবার এই শহরেই দাবাং ট্যুর রিলোডেড কনসার্টে পারফর্ম করেছেন তিনি। এই শো-তে অন্যতম সদস্য ছিলেন শিল্পা শেঠিও। শিল্পা ছাড়াও পারফর্ম করেছেন আয়ুষ শর্মা, সাই মঞ্জেরেকর, প্রভু দেবা, শিল্পা শেঠি, কামাল খান, গুরু রানধাওয়ার মতো জনপ্রিয় বলি-ব্যক্তিত্বরা।
অবশ্যই সালমান নিজে। প্রসঙ্গত, এই জমকালো অনুষ্ঠানে নিজের পারফর্ম করার ঘোষণা বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘটা করে জানিয়েছিলেন শিল্পা স্বয়ং। জানিয়েছিলেন সালমান নিজেও।
শো-তে সালমানের সঙ্গে মঞ্চ শুধু কাঁপিয়েই থেমে থাকেননি শিল্পা, বরং ‘ভাইজান’ এর সঙ্গে স্টেজ শেয়ারও করেছেন তিনি। তবে মঞ্চে ওঠার আগে একেবারে শেষমুহূর্তে ব্যাকস্টেজে তাঁদের নাচের মহড়া সেরে নিচ্ছেন সালমান-শিল্পা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কোরিওগ্রাফাররাও। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁদের দেখানো স্টেপস একমনে লক্ষ্য করে যাচ্ছেন এই দুই বলি-তারকা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছেন এই বলি-অভিনেত্রী। এবং তা করামাত্রই মুহূর্তেই তা হয়েছে ভাইরাল।
প্রসঙ্গত, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘গর্ব: প্রাইড অ্যান্ড ওনার’, ‘ঔজহার’, ‘শাদি করকে ফাঁস গায়ে ইয়ার’, ‘ফির মিলেঙ্গে’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শিল্পা। উল্লেখ্য, এই ‘দাবাং ট্যুর’ এর আগেও বহু অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং লাইভ ইভেন্টে একসঙ্গে পারফর্ম করেছেন এই দুই বলি-তারকা।