অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯ লক্ষ ১০ হাজার ৯১৭। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৩৩ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার ৪৬২।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৩ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৭৬৮। জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৭ শতাংশ,যা ২০২০-এর মার্চ থেকে সর্বোচ্চ।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ৪৬ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৪৫৬, যা গত ৫৬১ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.২৬ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৫৫ হাজার ৬৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৫ কোটি ৬৬ লক্ষ ৭২ হাজার ৪৫১টি।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৯ শতাংশ, যা গত ২৯ দিনে ১ শতাংশের নিচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৬ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৭০ দিনে ২ শতাংশ এবং গত ১০৫ দিনে ৩ শতাংশের নিচে।