স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ডিসেম্বর।। আইন শৃঙ্খলা রক্ষা, জনজীবনে শান্তি ও সুস্থিতি রক্ষায় পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশবলে জানিয়েছেন এই বিধিনিষেধ রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে। বিধিনিষেধ ১৩ ডিসেম্বর, ২০২১ থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে।
জেলাশাসক আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত মিলিটারি/প্যারা মিলিটারি এবং রাজ্য পুলিশ কর্মীদের ক্ষেত্রে, পশ্চিম ত্রিপুরা জেলার এসপি, সদর ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিযুক্ত ব্যক্তি এবং এখনই চিকিৎসা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।