অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। ভারতের সংসদ ভবনের দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা। এটা নতুন কোন তথ্য নয়, কিন্তু জানেন কি লোকসভায় কোন ৪২০ নম্বর আসন নেই।
এর পিছনে রয়েছে একটা আশ্চর্য কারণ। ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনালকোডে ৪২০ ধারা সাধারণ ভাবে আর্থিক প্রতারণা বা জালিয়াতি ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অনেক সময় প্রতারক ব্যক্তির উদ্দেশ্যেও ” ৪২০” ব্যবহার করা হয়।
আমাদের দেশে চতুর্দশ লোকসভা থেকে “৪২০” আসনটির বিলুপ্তি ঘটানো হয়েছে। লোকসভার এক সাংসদের আসনসংখ্যা ছিল ৪২০। কিন্তু সেই সংখ্যা নিয়ে তিনি আপত্তি জানিয়ে লোকসভার স্পিকারের দ্বারস্থ হন। তার পর থেকে সেই সংখ্যার আসনটি বাতিল হয়। জানা যাচ্ছে পঞ্চদশ লোকসভার আসন বন্টনের সময় অসম ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর সাংসদ বদরুদ্দিন আজমলকে ৪২০-র পরিবর্তে ৪১৯-এ আসন দেওয়া হয়। তিনি দেশের প্রথম সাংসদ যাকে ৪২০ এর বদলে ৪১৯ নম্বর আসন দেওয়া হল।