অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। জর্ডানে ১০ করোনা রোগীর মৃত্যুতে এক হাসপাতাল পরিচালককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার এই রায় দেয় আদালত।
অক্সিজেন ঘাটতিতে চলতি বছরের শুরুতে সাজাপ্রাপ্ত ওই পরিচালকের হাসপাতালে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবদেল রাজাক আল-খাশমান।
আল-হুসেইন নিউ সল্ট হাসপাতালের পরিচালক ছিলেন তিনি। করোনা রোগীদের মৃত্যুর অপরাধে আবদেল রাজাকসহ তার আরও চার সহযোগীকে কারাদণ্ড দিয়েছে আদালত।
গত মার্চে মৃত্যু হয় হাসপাতালে ভর্তি ওই ১০ রোগীর। এই ঘটনার পর জনতার প্রতিবাদে পদত্যাগ করেন জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেইদাত।
সরকারের পদত্যাগের আহ্বানের ওই সময় হাসপাতালটিতে গিয়েছিলেন বাদশাহ আবদুল্লাহ।