অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল করা হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। যা সম্পূর্ণরূপে পুরনায় করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডি উয়েফা।
সোমবার প্রথমে যে ড্র অনুষ্ঠিত হয় তাতে সময়ের দুই সেরা ফুটবলারের শেষ ষোলোতেই মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে সেই সূচি পুরোটাই ভুলে যেতে হচ্ছে।
উয়েফা জানিয়েছে সোমবারই পুনরায় চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হবে।
নিজেদের টুইটার অ্যাকাউন্টে উয়েফার পক্ষে জানানো হয়, ‘বহিরাগত এক সার্ভিস প্রোভাইডারের সফটওয়্যার যা কোন দল কোন দলের বিরুদ্ধে মাঠে খেলতে পারে তা জানান দেয়, সেই সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে ড্রয়ের সময় সমস্যার সৃষ্টি হয়। ’
এরপরই আরেকটি টুইটে তারা আগের ড্রকে সম্পূর্ণ বাতিল করার কথা ঘোষণা করে নতুন করে আবার ড্র করার কথা জানায়।