অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। ফিফা আরব কাপের সেমিফাইনাল নিশ্চিত করার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে আলজেরিয়া জাতীয় ফুটবল দল। ১৫ ডিসেম্বর শেষ চারে আলেজেরিয়ানরা মুখোমুখি হবে স্বাগতিক কাতারের বিপক্ষে।
শনিবার মরক্কোকে পেনাল্টিতে ৫-৩ গোলে হারানোর পর ফিলিস্তিনের সঙ্গে সংহতির ইঙ্গিত দিয়ে দেশটির পতাকা উড়ায় আলজেরিয়ার খেলোয়াড়রা।
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এখন সাধারণ বিষয় আরবের ক্রীড়া প্রতিযোগিতায়।
তবে আলজেরিয়া এবার এই সংহতি প্রকাশ করেছে বিশেষ কারণে।
সাম্প্রতিক সময়ে মরক্কোর সঙ্গে বিরোধ বেড়েছে দেশটির। ইসরায়েলের সঙ্গে মরক্কোর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ায় আলজেরিয়া ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে মাঠে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে মরক্কোর অবস্থান ‘বিশ্বাসঘাতকতা’ মনে করছে তারা।
দুই উত্তর আফ্রিকান প্রতিবেশী মরক্কো ও আলজেরিয়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক দ্বন্দ্ব উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত আগস্টে মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও জানায় আলজেরিয়া।
পশ্চিম সাহারার মালিকানা নিয়ে উত্তেজনা বাড়ছে মরক্কোয়ান ও আলজেরিয়ানদের মধ্যে। যুক্তরাষ্ট্র কর্তৃক সাহারার মালিকানার স্বীকৃতি পেতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে মরক্কো। এতেই ক্ষুব্ধ ফিলিস্তিন আলজেরিয়া।