অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। মাদ্রিদ ডার্বিতে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের এটি টানা ১০ম জয়।
সেই সঙ্গে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল।
১৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪২। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো ২৯ পয়েন্ট নিয়ে আছে চারে।
দিয়েগো সিমিওনের শিষ্যদের বিপক্ষে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ১৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে দলকে এগিয়ে দেন লা লিগার চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায় শীর্ষে করিম বেনজেমা। ৫৭তম মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসানসিও। এবারও বলটির যোগানদাতা ভিনিসিয়াস।
গত ২৩ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে হেরেছে রিয়াল। ৩ অক্টোবর থেকে হারের মুখ দেখতে হয়নি তাদের। কোচ জিনেদিন জিদানের পরিবর্তে সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তি আসার পর থেকে অপরাজেয় রিয়াল।