অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে দুই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে ফেরাচ্ছে ইংল্যান্ড। এমনটাই জানালেন ইংলিশদের প্রধান কোচ ক্রিস সিলভারউড।
অ্যাডিলেড টেস্টে গোলাপি বলে খেলানোর জন্য গ্যাবা টেস্টে অ্যান্ডারসনকে দলের বাইরে রাখা হয়েছিল। অন্যদিকে, সিরিজের প্রথম টেস্টের সকালে ব্রডের পরিবর্তে জ্যাক লিচকে একাদশে রাখে সফরকারীরা।
তবে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর। দিবারাত্রির এই টেস্টে চোটের কারণে ছিটকে গেছেন অজি পেসার জশ হ্যাজলউড।
অ্যান্ডারসন-স্টুয়ার্টকে ফেরানোর প্রসঙ্গে রবিবার সিলভারউড বলেন, ‘জিমি দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট ও প্রস্তুত, স্টুয়ার্টও। ’