অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবেন সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
ইউরোপের সবচেয়ে মর্যাদার এই আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। যেখানে ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিওনেল মেসির পিএসজিকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন লিল।
ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে রেড বুল সালজবুর্গের বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সবশেষ মৌসুমের ইউরোপা লিগ জয়ী ভিয়ারিয়াল। পেপ গার্দিওলার দল কখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পায়নি। সবশেষ মৌসুমে ফাইনালে তারা হেরে যায় চেলসির বিপক্ষে।
শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৫, ১৬, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ৮, ৯, ১৫ এবং ১৬ মার্চ।
ইংলিশ দলগুলোর মধ্যে একমাত্র চেলসি তাদের প্রথম ম্যাচ হোমে খেলবে। বাকি তিনটি দলের প্রথম ম্যাচটি হবে অ্যাওয়ে।
এ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে, ২৮ মে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো-
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
ভিয়ারিয়াল-ম্যানচেস্টার সিটি
আতলেতিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
রেড বুল সালজবুর্গ-লিভারপুল
ইন্তার মিলান-আয়াক্স
স্পোর্তিং লিসবন-জুভেন্তাস
চেলসি-লিল
পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড।