স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ ডিসেম্বর।। লোনের টাকা দিতে এসে ব্যাংক থেকে টাকা উধাও দুই গ্রাহকের। ঘটনার বিবরণে জানা যায় সোমবার আমবাসা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকে বিনা লক্সমি দেববর্মা ও রিনা দেববর্মার লোন এর ৪০০০ টাকা ব্যাংকে জমা দিতে আসলে টাকা উধাও হয়ে যায়।
সোমবার ব্যাংকে প্রচণ্ড ভিড় থাকায় অন্য এক গ্রাহকের হাতে রিনা দেববর্মা চার হাজার টাকা ও ফর্ম দিয়েছিলেন জমা দেওয়ার জন্য এবং রিনা দেববর্মা সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর দুজন গ্রাহক ব্যাংকের ক্যাশিয়ার এর কাছে গিয়ে দেখতে পায় তাদের টাকা জমা পড়েনি এবং টাকাগুলি ও উধাও।
ততক্ষণে ওই গ্রাহকও চলে যায়। এদিকে রিনা দেববর্মা অভিযোগ করেন টাকা উধাও হলেও ব্যাংক থেকে তিনি কোন সাহায্য পাচ্ছেন না। তিনি বলেন যার কাছে টাকা জমা দেওয়ার জন্য দিয়েছিলেন, সে টাকা ও ফর্ম ক্যাশিয়ারের টেবিলে রেখে গিয়েছেন। কিন্তু এখন টাকাগুলি উধাও।
দুইজন গ্রাহক সিসিটিভি ক্যামেরা দেখতে চাইলে জানা যায় সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় তাদের কাছে ওই দুই গ্রাহকের কোন টাকা জমা পড়েনি।