স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১১ ডিসেম্বর|| আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড চালু করা এবং টিআরটিসি বাস সার্ভিস চালু করার জন্য এলাকাবাসীর জোরালো দাবি জানিয়েছেন।উদয়পুর মহকুমার আঠোরভোলা এলাকার জনগণের দাবি অতিসত্বর মোটর স্ট্যান্ড সহ সরকারি টিআরটিসি বাস চালু করা। দীর্ঘ সাত বছর ধরে টিলাভূমি সমতল করে আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ শেষ হয়েছে।কোন এক কারণে স্ট্যান্ড চালু না হবার ফলে রাস্তার দাঁড়িয়ে থাকতে হয় অটো গাড়ি গুলি।
একটা সময় সরকারি টিআরটিসি বাস এই এলাকায় চলাচলও করত।তখন এলাকায় জনগনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা ছিল। এলাকাটি কৃষি প্রধান এলাকা। টিআরটিসি বাস চালু থাকার সময়ে কৃষিজাত ফসল নিয়ে উদয়পুর শহরে বিক্রি করতে সুবিধা হত।এক দিকে ভাড়াও কম লাগত।দীর্ঘ কয়েক বছরে ধরে সরকারি টিআরটিসি সহ বড় গাড়ি চলাচল নেই।এলাকারবাসিকে বর্তমানে যাতায়াতের ছোট অটো গাড়ির উপর নির্ভর করে থাকতে হয়। এক দিকে কৃষি সামগ্রী নিয়ে উদয়পুর আসতে হলে ভাড়া বেশি দিতে হয়, অন্যদিকে কৃষকদের লাভ অনেক কম হয়।ছোট অটো করে ছয় জন যাএী নিয়ে আসা যাওয়া হয়।ফলে উদয়পুর যেতে ভাড়া মাথা পিছু এিশ টাকা করে দিতে হয়।এদিকে মোটর স্ট্যান্ড নির্মাণ করে ফেলে রাখার ফলে রাএির অন্ধকারে চলে অসামাজিক কাজ। জলের ট্যাঙ্ক নষ্ট হয়ে পরে রয়েছে।
দীর্ঘ দিন ধরে মোটর স্ট্যান্ডটি চলাচলের অযোগ্য হয়ে পরে রয়েছে।রুম গুলি দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে নষ্ট হয়ে পরে রয়েছে। এলাকাবাসি দাবি জানিয়েছেন মোটর স্ট্যান্ডটি অতিসত্বর চালু করা এবং এলাকাতে সরকারি টিআরটিসি বাসও চালু করার জন্য। এখন দেখার বিষয় প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কি ব্যবস্থা গ্রহণ করেন। সেদিকে তাকিয়ে আছে আঠারোভোলা এলাকার জনগণ। যদি অতিসত্বর মোটর স্ট্যান্ড চালু ও টিআরটিসি বাস চালু না হয় তাহলে এলাকাবাসী এলাকাবসিরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।