অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। করোনা টিকার বুস্টার ডোজ নিয়েও ওমিক্রন এর হাত থেকে রেহাই নেই! কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরেও করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন-এ সংক্রমিত হয়েছেন সিঙ্গাপুরের ২ নারী। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ওমিক্রন নিয়ে আতঙ্ক যে আরও বাড়ল তা বলা বাহুল্য।
কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরেও যে দুজন ওমিক্রন-এ সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন সিঙ্গাপুর বিমানবন্দরের যাত্রী পরিষেবার কর্মী।
২৪ বছর বয়সী ওই নারী কর্মী-ই শহরের প্রথম ওমিক্রন-সংক্রমিত বলে বৃহস্পতিবার জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রণালয়। সিঙ্গাপুরের ওমিক্রন সংক্রমিত দ্বিতীয়জনও নারী। ৪৬ বছর বয়সী ওই নারী গত ৬ ডিসেম্বর জার্মানি থেকে এসেছেন। তাদের দুজনেরই কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নেওয়া রয়েছে বলে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে।
কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা, ফাইজার এবং বায়োএনটেক এসই চলতি সপ্তাহের শুরুতেই দাবি জানিয়েছিল, ‘ওমিক্রন’ মোকাবিলার জন্য তাদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া জরুরি। ফাইজার এবং বায়োএনটেক-এর গবেষকরা লক্ষ্য করেছিলেন, যারা কোভিড ভ্যাকসিনের কেবল দুটি ডোজ নিয়েছে, তাদের দেহে তৈরি অ্যান্টিবডি করোনা ভাইরাসের মূল প্রজাতির সঙ্গে লড়াই করতেই ২৫ গুণ শেষ হয়ে যায়। তাই ভ্যাকসিনের দুটি ডোজের সমতুল্য একটি অতিরিক্ত বুস্টার ডোজ দিয়ে অ্যান্টিবডি পুনরুদ্ধার করা সম্ভব।
তাহলে বুস্টার ডোজ নিয়েও কেন সিঙ্গাপুরের দুই নারী ‘ওমিক্রন’ সংক্রমিত হলেন? এমন প্রশ্নও উঠছে। যদিও সিঙ্গাপুরে ‘ওমিক্রন’ সংক্রমণ তুলনামূলকভাবে অনেক কম বলে দাবি সে দেশের স্বাস্থ্যমন্ত্রণালয়ের।