স্টাফ রিপোর্টার, কৈলাশহর, ১১ ডিসেম্বর|| রাজ্যের সমস্ত শিক্ষিত বেকারকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট ভাবে জানালেন শ্রমমন্ত্রী ভগবান দাস। বেকারদের সরকারি চাকরির পেছনে না দৌড়ে বিকল্প কর্মসংস্থানের সূর্য গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
রাজ্যের সকল শিক্ষিত যুবকদের চাকুরী দেওয়া সম্ভব নয় বলে জানালেন মন্ত্রী ভগবান দাস। এগারো ডিসেম্বর শনিবার কৈলাসহরে মডেল ক্যারিয়ার সেন্টারের উদ্বোধন করতে এসে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস এই কথা বলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের অধিকর্তা অদিতি মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ। কৈলাসহরের কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে এই ক্যারিয়ার সেন্টারের উদ্বোধন হয়। কর্মসংস্থানের বিশেষ সুযোগের জন্য এই মডেল ক্যারিয়ার সেন্টার কাজ করবে। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বেকার যুবক-যুবতীরা এবং ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে।
অনুস্টানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস বলেন, রাজ্যের সকল শিক্ষিত যুবকদের সরকারি চাকুরী দেওয়া সম্ভব নয়। উনি পাশের রাজ্য আসাম রাজ্যের উদাহরণ দিয়ে বলেন, আসাম রাজ্যের যুবক যুবতীরা সরকারি চাকুরীর পিছনে দৌড়া দৌড়ি করে না। মন্ত্রী ভগবান দাস আরও বলেন এখন থেকে আর আপনাদের দৌড়াতে হবে না। কৈলাসহরের এই মডেল সেন্টারে শিক্ষিত যুবক যুবতীদের জীবনের কর্ম সংস্থানের জন্য খোঁজখবর ও প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সুযোগ করে দেওয়া হবে। রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে বলেও মন্ত্রী ভগবান দাস উল্লেখ করেছেন।