স্টাফ রিপোর্টার, খোয়াই, ১১ ডিসেম্বর|| খোয়াইয়ের চাম্পাহাওয়র চৌমুহনী বাজারে শুক্রবার রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে গেছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
রাতের অন্ধকারে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খোয়াইয়ের চাম্পাহাওয়র চৌমুহনী বাজারে ৷ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান৷ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা৷ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্য রাতে চাম্পাহাওর থানার অন্তর্গত চাম্পাহাওর চৌমুহনী বাজারে।জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রথমে একটি দোকানে আগুন লাগে৷সেখানে কাপড়ের দোকান, ডেকোরেটরের দোকান, জেরক্স এর দোকান, ভুসিমাল দোকানের সহ সমস্ত আসবাবপত্র মালপত্র আগুনে ভষ্মীভূত হয়ে যায়৷ দোকানের এক মালিক জানান,শুক্রবার রাত আনুমানিক একটা নাগাদ চাম্পাহাওর চৌমুহনী বাজারে ডিউটিরত চাম্পাহাওর থানার কয়েকজন পুলিশ দেখতে পায় দোকান ঘরের মধ্যে আগুন জ্বলছে। স্থানীয়এলাকাবাসী খবর দেয় পুলিশকে। দাউ দাউ করে আগুনে পুড়ছে একাধিক দোকান৷ নিজেরা আগুন নেভানোর কাজে হাত লাগান৷ কিন্তু আগুন এতোটাই ভয়বহ আকার ধারণ করেছিল যে তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়৷ খবর দেওয়া হয় খোয়াই দমকল বাহিনীকে ৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।