অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বার্সেলোনা ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো। জানুয়ারিতে আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিচ্ছেন তিনি।
৩৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার লা আলবিসেলেস্তেদের হয়ে ১৪৭ ম্যাচ খেলেছেন। দায়িত্ব পালন করেচেন আর্জেন্টিনার অধিনায়ক হিসেবেও।
এবার কোচ হিসেবে প্রথম কোনো দলের দায়িত্ব নিতে যাচ্ছেন মাসচেরানো। আর্জেন্টিনার যুব দলের কোচ হিসেবে ফার্নান্দো বাতিস্তার স্থলাভিষিক্ত হবেন তিনি।
২০২০ সালে পেশাদারি ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নেন মাসচেরানো। তাকে শেষবার দেখা গেছে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়েয়েন্তেসের জার্সিতে।
দলের মাঝমাঠ ছাড়াও রক্ষণভাগে খেলেছেন মাসচেরানো। নিজের সময়ে ছিলেন ভার্সেটাইল খেলোয়াড় হিসেবে পরিচিত। বার্সেলোনায় আট বছরের ক্যারিয়ারে জিতেছেন পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ। যেখানে তার সতীর্থ ছিল লিওনেল মেসির মতো তারকা। এছাড়া মেসি-মাসচেরানো জুটিতে আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে।
রিভার প্লেটের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মাসচেরানো। করিন্থিয়ানসে এক মৌসুম কাটিয়ে ২০০৬ সালে ওয়েস্ট হামে যোগ দেন তিনি। পরে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে চুক্তি করেন লিভারপুলের সঙ্গে। ওই বছরই অলরেডদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে সাহায্য করেন তিনি। ২০১০ সালে বার্সায় নাম লেখান মাসচেরানো।
২০১৪ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে প্রতিটি মিনিট খেলেছেন তিনি। তবে ফাইনালে আলবিসেলেস্তেদের হৃদয় ভাঙে জার্মানির হাতে।