অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। বাষ্প হয়ে উড়ে গেল ইংল্যান্ডের আশা। তৃতীয় দিনের আশা চতুর্থদিনে এসে রূপ নিল হতাশায়। গ্যাবায় প্রথম অ্যাশেজ টেস্টে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
তৃতীয়দিনে ঘুরে দাঁড়িয়ে আশা বাঁচিয়ে রেখেছিল ইংল্যান্ড।
কিন্তু চতুর্থদিনের প্রথম সেশনেই ৭৭ রান করতেই শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। সকালে অধিনায়ক জো রুট ৮৯ ও ডেভিড মালান ৮২ রানে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশরা।
প্রথম ইনিংসে কোনো উইকেটের দেখা না পেলেও সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট নিয়েছেন নাথান লায়ন। তার জন্য ৯১ রান খরচ করেছেন এই অফ-স্পিনার। তার মধ্যে দিনের শুরুতেই মালানকে ফিরিয়ে টেস্টে ৪০০ উইকেটের ক্লাবে যোগ দেন লায়ন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড থামে ২৯৭ রানে।
অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যটা দাঁড়ায় মাত্র ২০ রানের। মধ্যাহ্নভোজ শেষে মামুলি এই রান তাড়া করে ব্রিসবেনে আনন্দে মেতে ওঠে অজিরা। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই জয় পেলেন প্যাট কামিন্স।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার দৌড়া ধরে রাখল স্বাগতিকেরা।
অস্ট্রেলিয়ার মাটিতে এ নিয়ে গত ১১ টেস্টের ১০টিতে হারল ইংল্যান্ড এবং ফেব্রুয়ারিতে প্রথম টেস্টে ভারতকে হারানোর পর থেকে ১০ ম্যাচের মধ্যে ইংলিশদের জয় মাত্র একটিতে।
অ্যাশেজ উদ্ধারের আশা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে রুটরা। তবে শুরুতেই বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ১৬ ডিসেম্বর, অ্যাডিলেডে। দিবারাত্রির ম্যাচটি খেলা হবে গোলাপি বলে।
এছাড়া অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টও হবে দিবারাত্রির। প্রথমে পার্থে হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে ম্যাচটি হবে হোবার্টে।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম অ্যাশেজ টেস্ট, ব্রিসবেন
ইংল্যান্ড: ১৪৭ (কামিন্স ৫/৩৮) ও ২৯৭ (রুট ৮৯, মালান ৮২; লায়ন ৪/৯১)
অস্ট্রেলিয়ান ৪২৫ (হেড ১৫২) ও ২০/১
অস্টেলিয়া ৯ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ট্রাভিস হেড।