অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শুক্রবার সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাদের হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।
নিহত ৩১ বছরের ওই ব্যক্তির নাম জামিল আবু আয়াশ।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সেখানকার বেইত গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ওই ব্যক্তির মাথায় গুলি লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে গুলিবিদ্ধ ফিলিস্তিনিকে নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছেন, হামলার সময় ইসরায়েলি সেনারা লাইভ বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষের স্থানে রাস্তা বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্স যেতে পারছে না।
তবে ইসরায়েলি বাহিনী লাইভ বুলেট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।
এ সময় ফিলিস্তিনিরা পাথর ছোড়ে ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
ইসরায়েলের বসতি স্থাপনের চেষ্টার মুখে গত কয়েক মাস ধরে বেইত গ্রামে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা।