Afghanistan: আফগান জনগণের জন্য ২৮ কোটি ডলার সহায়তা ছাড়

অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। আটকে থাকা তহবিল থেকে আফগানিস্তানে খাদ্য ও স্বাস্থ্য সহায়তা দিতে ২৮ কোটি ডলার ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে আন্তর্জাতিক দাতারা। শুক্রবার এ তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংক।

 

শীত মৌসুমে দেশটির অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী চরম খাদ্যঘাটতির মুখে পড়তে যাচ্ছে— বারবার এমন সতর্ক বার্তা দেওয়ার পর এ অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলো।

 

এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, আফগানিস্তান রিকনস্ট্রাকশন বট্রাস্ট ফান্ড (এআরটিএফ)-এর এ অর্থ এই সংকটপূর্ণ সময়ে আফগানিস্তানের জনগণের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

 

এ অর্থ ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেওয়া হবে। এ দুই আন্তর্জাতিক সংস্থার আফগানিস্তানে কার্যক্রম রয়েছে। তারা আফগান জনগণকে সরাসরি স্বাস্থ্য ও পুষ্টি সেবা সরবরাহে তাদের বিদ্যমান বিভিন্ন কর্মসূচির আর্থিক ঘাটতি পূরণে এ অর্থ কাজে লাগাবে।

 

এ মাসের গোড়ার দিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ পুনঃসংস্কার প্রচেষ্টার উদ্দেশ্যে এ তহবিল রি-ডাইরেক্ট করার প্রস্তাব দেয়।

 

আফগানিস্তানের প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ এই শীত মৌসুমে চরম খাদ্যঘাটতির মুখে পড়তে যাচ্ছে। আর এ সংখ্যা দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি।

 

গত ১৫ আগস্ট তালেবানদের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। এরপর থেকে দেশটিতে বৈদেশিক সাহায্য বন্ধ রয়েছে। এমনকি বিদেশে থাকা কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তিও জব্দ করা হয়।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?