স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| আশা করি আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারশন ত্রিপুরা রাজ্য কমিটি ও উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রিয় কমিটি আগামী ১৪ ডিসেম্বর ২০২১ এক মহতি কর্মসূচীর উদ্যোগ গ্রহন করেছি।রাজ্যে যারা ২৪ বারের বেশী (ন্যূনতম ২৫ বার) রক্তদানের মত মহতি কাজে নিজেকে নিয়োজিত করেছে, মানবিকতার উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেছে তাদের সংবর্ধিত করার উদ্যোগ গ্রহন করেছি।আগামী ১৪ ডিসেম্বর ২০২১ বেলা ১১.৩০ টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন, ২ নং হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী মানিক সরকার, বিরোধী দলনেতা।আপনার সংস্থা/সংগঠন/প্রতিষ্ঠানের যদি কেউ ২৪ বারের বেশী (ন্যূনতম ২৫ বার) রক্তদানের মত মহতি কাজে নিজেকে নিয়োজিত করেছে তাদের নাম, ঠিকানা, ফোন নং ও কত বার রক্তদান করেছে তা আমাদের জানানোর জন্য অনুরোধ রাখছি।