স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| অ্ল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স এসোসিয়েশান (এ.টি.পি.আর.সি.এ.) এর ৮ম দ্বি-বার্ষিক সম্মেলন : ডায়াগকন ২০২১ আগামী ১২ ১৩ ডিসেম্বর, ২০১২, রবীন্দ্র শতবার্ষিকি ভবনের দুই নাম্বার সভাগৃহে অনুষ্ঠিত হবে।এই সম্মেলনে সারা রাজ্য থেকে ল্যাবরেটরি ও এক্সরে ক্লিনিকের প্রতিনিধি, ল্যাবরেটরি ও সঙ্গরে টেকনোলজিস্ট এবং রাজ্যের তিনটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ছানছাত্রীরা অংশগ্রহন করতে পারবে। করোনা আবহে আমরা উপস্থিতির হার কিছুটা কম হতে পারে, আমরা আশা করি ৩০০ এর বেশী প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন।সম্মেলনকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে, প্রথম পর্যায়ে উন্মোধনী অনুষ্ঠান এবং রক্তদান শিবির। দ্বিতীয়পর্যায়ে থাকবে সায়েন্টিফিক আলোচনা এবং তৃতীয় পর্যায়ে থাকবে সাগঠনিক আলোচনা।উরোধনী অনুষ্ঠান এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ১২ই ডিসেম্বর সকাল ১১ টায়, রবীন্দ্র শতবার্ষিকি ভবনে। উদ্ভোধন করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রাম প্রসাদ পাল মহোদয়। এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা পুর পরিষদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিবার কল্যান এবং রোগ প্রতিরোধ বিভাগের অধিকর্তা ডা. রাধা দেবমা মহোলয়া, সহ অধিকর্তা ডা. বিজিত সেমিন মহোদয় এবং পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস মহোদয় এবং অন্যান্য অতিথিগণ।সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাস করা হবে। এই স্মরণিকায় বিশেষ করে রোগ নির্ণয়ের নতুনদিকগুলি নিয়ে এই ক্ষেত্রের বিশিষ্ট ব্যাক্তিদের লেখা থাকবে।আমাদের এবারের সম্মেলনের সায়েন্টিফিক সেশানের মুখ্য আলোচ্য বিষয় হল রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিত্য নতুন মেশিন বাজারে আসছে। এই ইক্যুইপমেন্ট গুলি ব্যাবহার করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া বিভিন্ন কম্পানীর প্রতিনিধিরাও তাদেরইক্যুইপমেন্ট ও প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন।