স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। খোয়াইয়ে ফাঁসিতে আত্মঘাতী স্কুলছাত্রী৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমেই বাড়ছে৷ রাজ্যের কোনো না কোনো প্রান্তে হামেশাই ঘটছে আত্মহত্যার ঘটনা৷
বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে৷ খোয়াইয়ে ফাঁসিতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে৷ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে৷
ঘটনা বৃহস্পতিবার দুপুরে খোয়াই থানাধীন শহরের দুর্গানগরে হীরক চৌমুহনি সংলগ্ণ পাড়ায় এক বাড়িতে৷ জানা যায় যে, বাবা মা কেউই তখন বাড়িতে ছিলেন না৷ তখনই আশাক্তা রায় (১৮) নামে দ্বাদশ শ্রেণিতে পাঠরতা মেয়েটি ঘরের দরজা লাগিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে৷
কেনাকাটা করে বাড়িতে এসে মেয়েটির মা নাম ধরে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে পাড়ার লোকদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন মেয়েটি ফাঁসিতে ঝুলে রয়েছে৷ খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ এসে মেয়েটিকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎকেরা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন৷
মৃতদেহ উদ্ধার করে খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ৷ খবর চাউর হতেই কান্নায় রোল পরে বাড়িতে৷ হঠাৎ কি এমন হয়েছিল যে একেবারে আত্মহত্যার পথই বেছে নিতে হলো যুবতিকে এই প্রশ্ণের মধ্যেই বাড়ির লোক সহ পাড়া পড়শীরা৷
পাড়া প্রতিবেশীরা ধারণা করছে হয়তো প্রেমে ব্যর্থ হয়েই এই পথ বেছে নিয়েছে যুবতী৷ পরে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর