Pakistan: যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা পাকিস্তান তালিবানের

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। আফগান তালিবানদের সহায়তায় হওয়া মাসব্যাপী যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে পাকিস্তান তালিবান। গত নভেম্বরে আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যস্থতায় পাকিস্তানের সরকার এবং দেশটির নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) এর মধ্যে এক মাসের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

তবে পাকিস্তানের সরকার বন্দী মুক্তি চুক্তি এবং আলোচনা কমিটি গঠনসহ শর্ত ভঙ্গ করেছেন অভিযোগ এনে এই চুক্তি থেকে সরে আসছে পাকিস্তান তালিবান।

পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালেবান (টিটিপি) ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা ও ইসলামাবাদ সরকারকে উৎখাতের জন্য কয়েক বছর ধরে যুদ্ধ করে আসছে। আফগান তালিবান ও পাকিস্তানি তালিবান উভয়ের আন্দোলন ভিন্ন।

২০১৩ সালে পাকিস্তান টিটিপি যোদ্ধাদের নির্মূল করার জন্য উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান শুরু করলে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। এরপর ২০১৭ সালে পাকিস্তানের সরকারি বাহিনী টিটিপির বিরুদ্ধে নিজেদের বিজয় দাবি করে ফিরে আসে।

ওই সময়ে পাকিস্তানের সেনাবাহিনী অসংখ্য অভিযান চালিয়ে উপজাতীয় জেলাগুলোর শক্ত ঘাঁটিগুলো থেকে তালেবানদের তাড়িয়ে দেয়। তবে প্রায় ৪-৫ হাজার তালেবান যোদ্ধা আফগানিস্তানের সীমান্তের ওপারে অবস্থান নিয়ে হামলা অব্যাহত রাখে।

পাকিস্তান এবং কাবুলের প্রাক্তন পশ্চিমা-সমর্থিত সরকার উভয়ই নিয়মিতভাবে একে অপরকে তালেবান গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার এবং তাদের আন্তসীমান্ত হামলা চালানোর সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করে।

গত ১৫ আগস্ট আফগান তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পাকিস্তানি তালেবানরা পুনরায় পাকিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করে।

পাকিস্তানে জঙ্গিবাদের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনের লক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান আরেক উগ্রপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বায়িক (টিএলপি) এর সঙ্গেও সমঝোতা করেন। তবে গত মাসে পাকিস্তান সরকার ও টিটিপির মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। এখন সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে টিটিপি।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?