Judgment: বনধ্ সফল করতে বিচারপতিকে হেনস্তা, বিলোনিয়ায় তিন বাম নেতাকে কারাবাসের সাজা

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৯ ডিসেম্বর।। রাজ্যের ক্ষমতা হাত ছাড়া হওয়ার পর থকেই একের পর এক খাড়া যেন নেমে আসছে সিপিএমের ঘাড়ে৷ বনধ্-এর নামে আদালতে সন্ত্রাস করার অভিযোগে বিলোনিয়া দোর্র্দন্ড প্রতাপশালী কমরেড হিসেবে পরিচিত তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথকে বিলোনিয়া নিম্ন আদালত দুই বছরের জেলের সাজা সহ আর্থিক জরিমানা করে৷ যদিও বা পরবর্তী সময়ে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন জানান সাজাপ্রাপ্ত কমরেডরা৷

জেলা ও দায়রা আদালতের বিচারক সাজাপ্রাপ্ত কমরেডদের আবেদন মূলে জামিন মঞ্জুর করেন৷ ঘটনা ২০১৫ সালের ২ সেপ্ঢেম্বর ৫টি বামপন্থী সংগঠনের ডাকে সারা ভারত বনধ্ ডাকা হয়েছিল৷ সেই দিন ভারত বনধ্ এর নামে বিলোনিয়া শহরজুড়ে লাল সন্ত্রাস কায়েম করে তাণ্ডব চালায় সিপিএম৷

বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা বিলোনিয়া শহরজুড়ে অভিযোগ এই লাল সন্ত্রাসের নেতৃত্বে ছিলেন বিলোনিয়া সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা, অপর একজন নেতা বাবুল দেবনাথ৷ শহড়জুড়ে ছিল লাল কমরেডদের সন্ত্রাসের তাণ্ডবলীলা৷

দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে লুটপাট সবকিছু হয়েছিল৷ কিন্তু বামপন্থীদের ভয়ে কেউ তৎকালীন সময়ে মুখ খুলতে পারেনি৷ বামপন্থীরা এতটাই উগ্র হয়ে গিয়েছিল যে অফিস আদালত থেকে শুরু করে কোনকিছু বাদ ছিল না তাদের সন্ত্রাসের কার্যকলাপ থেকে৷

তারই নিদর্শন দেখতে পেয়েছিল বিলোনিয়া শহরবাসী৷ বলা বাহুল্য ত্রিপুরা রাজ্যে প্রথম কোন বিচারককে এভাবে হেনস্থা হতে হয়েছিল বনধ্কে কেন্দ্র করে৷ বনধ্ সফল করার জন্য আদালতের কাজে বাধাদান করতে গিয়ে, বিচারপতি রুহি দাস পালকে হেনস্তা করে ওরা৷

রুহিদাস পাল তৎকালীন সময়ের জেলা ও দায়রা জজ আদালরে বিচারপতি ছিলেন৷ সিপিআইএম দলের বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথ এর নামে তিনি বিলোনিয়া থানাতে মামলা রুজু করেন যে মামলার নম্বর ছিল ১১৩/২০১৫৷ তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হন এসআই শঙ্কর সাহা৷

সেই সময়ে বাম সরকার ক্ষমতা থাকার কারণে বিষয়টি নিয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে রাজনৈতিক তথ্যাভিজ্ঞদের অভিমত৷ পালা বদলের পরেই বিচারপতি হেনস্থার বিষয়টি নিয়ে উত্থাপন করা হয়৷ টানা তিন বছর এ মামলাটি চলে৷ বুধবার সেই মামলার রায় বের হয় ২২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর৷ আদালতে মামলার নাম্বার পিআরসি(ডব্লিওপি)৯৪/২০১৬৷

এই রায় দেন জুডিশিয়াল ফাস্ট ক্লাস ম্যাজিস্ট্রেট শ্রীমতি মিত্রা দাসের কোর্ট৷ সিপিএম বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা সহ বাবুল দেবনাথকে ৩৫৩ ধারা মোতাবেক দু’বছরের জেল এছাড়া ৪৪৭ ধারায় ২ মাসের জেল ও৫ হাজার টাকা জরিমানা করেন৷ রায় ঘোষণার পর বিলোনিয়া শহরজুড়ে বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?