স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| দিল্লির স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
শুক্রবার নয়াদিল্লির শাস্ত্রী ভবনে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিককের সাথে ওনার অফিস কক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী॥ সাক্ষাৎকারে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে জানা গেছে। রাজ্যের ছেলে সুশান্ত চৌধুরীকে কাছে পেয়ে দারুণ খুশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও।
জানা গেছে দিল্লি সফরকালে বাজেট তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও দলীয় শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও দেখা করবেন।রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর সুশান্ত চৌধুরীর দিল্লি যাত্রা খুবই তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন।