অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি ও রিয়াল মাদ্রিদ। আট মাসের ব্যবধানে একই মঞ্চে আরো একবার মুখোমুখি হতে পারে এই দুটি দল।
চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের শেষ ষোলোতেই দেখা হয়ে যেতে পারে দুই জায়ান্টের। এমন ভবিষ্যদ্বাণী করেছেন ফুটবল পরিসংখ্যানবিদ ফ্রান মার্টিনেজ।
এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কে কার মুখোমুখি হতে পারে, এর সম্ভাবনা যাচাই করেছেন মার্টিনেজ। তার তত্ত্ব মতে রিয়াল মাদ্রিদ ও চেলসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৩২ শতাংশ।
গত মৌসুমে শেষ চারে রিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি। এরপর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জিতে নেয় শিরোপা।
রিয়ালের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এরপরই আছে পিএসজি। যাদের সম্ভাবনা ১৯ শতাংশ। আতলেতিকো মাদ্রিদ পেতে পারে জুভেন্তাস অথবা ম্যানচেস্টার সিটিকে। ভিয়ারিয়াল পেতে পারে আতালান্তাকে।
যদি উনাই এমেরির দল আতালান্তাকে প্রতিপক্ষ হিসেবে না পায় তবে আরো কঠিন পরীক্ষায় দিতে হতে পারে তাদের।
সে ক্ষেত্রে জুভেন্তাস, লিভারপুল অথবা ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে দলটি।