স্টাফ রিপোর্টার,সোনামুড়া,১০ ডিসেম্বর|| সোনামুড়া নগর পঞ্চায়েত এর চেয়ারম্যান নিযুক্ত করাকে কেন্দ্র করে স্বদলীয় সদস্যদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। দু’পক্ষের মারধরে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর।
রাজ্যের অন্যান্য পুরো পরিষদ ও নগর পঞ্চায়েত এর মতই সোনামুড়া নগর পঞ্চায়েত এর তিনটি আসনেই রাজ্যের শাসক দল বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। সব কটি আসনে জয়ী হওয়ার সুবাদে স্বাভাবিক কারণেই নগর পঞ্চায়েতের পরিচালনার দায়িত্বভার তাদের উপরই ভোট ন্যস্তা হয়েছে। কিন্তু জটিলতা দেখা দিয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত এর চেয়ারম্যান নিযুক্তকে কেন্দ্র করে। দলীয় তরফের যাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য হুইপ জারি করা হয়েছে বেশিরভাগ নির্বাচিত সদস্য তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে রাজি নন। এ নিয়ে বিবাদ চরম আকার ধারণ করে। বৃহস্পতিবার বেলা 11 টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। স্বাভাবিক কারণেই নির্ধারিত সময়ে নির্বাচিত সকল সদস্যকে উপস্থিত থাকার কথা। কিন্তু তাতেই এই বিপত্তি। নির্বাচিত 13 জন সদস্যের মধ্যে সাত জন সদস্য অনুপস্থিত থাকেন। তাতে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা রীতিমতো সমস্যার কারণ হয়ে ওঠে। জানা যায় বিক্ষুব্ধ সাতজন নির্বাচিত সদস্য একজন নির্বাচিত সদস্যের বাড়িতে অবস্থান করছিলেন। তাদেরকে দলীয়ভাবে নির্দেশ জারি করা সত্ত্বেও তারা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নির্দেশে দলীয় একাংশের মাফিয়া দুর্বৃত্তরা সদ্য নির্বাচিত 7 জন সদস্যকে রীতিমতো মারধর করে চ্যাংদোলা করে শপথ গ্রহণ অনুষ্ঠানে এনে হাজির করে বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে দুপক্ষের মতভেদকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে কয়েকজন জিবি এবং আইওএস হাসপাতালে চিকিৎসাধীন। শাসক দলের দুপক্ষের মধ্যে এ ধরনের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যান আক্রান্ত নির্বাচিত বিজেপির নির্বাচিত দুজন সদস্য শুক্রবার তার কাছে এসে এসব বিষয়েও জানিয়েছেন।
সোনামুড়ায় শাসক দলের দু’পক্ষের মধ্যে মতভেদ কে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে । ফের যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।