Ceremony: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর: 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রাজ্যে ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পক্ষ থেকে আগরতলা শহরে রেলি সংগঠিত করা হয়। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পক্ষ থেকে ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়।।।আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক  রেলির মাধ্যমে এই মানবাধিকার দিবস  পালন করা হয়। মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত রেলিতে অংশ নিয়ে ত্রিপুরা হুমান রাইটস অরগানাইজেশনের সম্পাদক তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন মোটা দেশে এবং রাজ্যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে,কথা বলতে দেওয়া হচ্ছে না। মানবাধিকার রক্ষায় সকল স্তরের জনগণকে আন্দোলনে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি।

 

এডভোকেট পুরুষোত্তম রায় বর্মন:  10 ডিসেম্বর গোটা বিশ্বেই মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমাদের দেশে এবং রাজ্যের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?