অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। রোহিত শর্মাকে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করায় অপূর্ণ থেকে গেল বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার। জয়-পরাজয়ের হিসেবে ভারতের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে বিবেচিত হবেন কোহলি। তবে বড় কোনো টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে দেশকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।
দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিরাট কোহলির রেকর্ড বাকি ভারত অধিনায়কদের থেকে অনেক ভালো। ম্যাচ জয়ের শতকরা হারে কোহলির ধারেকাছে নেই মহেন্দ্র সিং ধোনিরাও।
তবু বড় টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ভারতকে সাফল্য এনে দিতে পারেননি কোহলি। যা নিশ্চিতভাবে কোহলিকেও পোড়াবে।
ধোনি অধিনায়ক হিসেবে দেশকে তিনটি আইসিসি ট্রফি উপহার দিয়েছেন। জিতিয়েছেন এশিয়া কাপও। তবে কোহলি আইসিসি ট্রফি তো দূরে থাক, অধিনায়ক হিসেবে জিততে পারেননি এশিয়া কাপও।
২০১৩-১৪ এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেন কোহলি। তবে সেবার ফাইনালে উঠতে পারেনি ভারত। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলির নেতৃত্বাধীন দল ফাইনালে ওঠে।
তবে শেষ হার্ডলে আটকে যাওয়ায় ট্রফি জেতা হয়নি টিম ইন্ডিয়ার। ফাইনালে পাকিস্তানের কাছে হার মানে ভারত।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালে হার মানে নিউজিল্যান্ডের কাছে। ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে কোহলির এটিই ছিল প্রথম ও একমাত্র বিশ্বকাপ।
অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। বিশ্বকাপ শেষে রোহিতকে এই ফরম্যাটে অধিনায়ক করা হয়। এরপর ওয়ানডের নেতৃত্বও রোহিতের হাতে তুলে নিয়েছে ভারতীয় বোর্ড। কোহলি এখন শুধু টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন।