অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। নতুন বছর শুরু হতে আর বেশিদিন নেই। তবে তার আগেই বছর শেষ করতে হচ্ছে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জশুয়া কিমিচকে।
কভিড-১৯ আক্রান্ত হওয়ার ফলে ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে ২৬ বছর বয়সী এই জার্মান তারকার। গত মাসে করোনা পজিটিভ হন কিমিচ। গত বুধবার তার কোয়ারেন্টিন অধ্যায় শেষ হয়।
এদিকে কিমিচ জানিয়েছেন, গত অক্টোবরে করোনাভাইরাস প্রতিরোধের টিকা নেননি তিনি।
জার্মান মিডফিল্ডার বলেন, বর্তমানে ভালো বোধ করছেন। তবে ফুসফুসে সমস্যার কারণে আপাতত শরীরকে বিশ্রামে রাখছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কিমিচ লেখেন, ‘দলের সঙ্গে মাঠে নামতে আমি মরে যাচ্ছি। তবে আমাকে সামান্য কয়েকদিন ধৈর্য ধরতে হবে। ’