স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| গত ক’দিনে বৃষ্টিতে আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশের মাটির ভেঙ্গে পরে রাস্তায় কাদা তৈরি হয় যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শুক্রবার সকাল থেকে ৮ নং জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আঠারোমুড়ার চামলছড়া এলাকায় দুটির লরি আটকে পড়ে। তাতে গাড়ি চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
আমবাসা থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল একটি লরি। অপরদিকে আগরতলা থেকে আমববাসার উদ্দেশ্যে আসছিল অপর একটি লরি। দুটির দুটি লরি চামলছড়া এলাকায় কাদায় ফেঁসে যায়। তাতে যান চলাচল জাতীয় সড়কের স্তব্ধ হয়ে পড়ে। জানা যায়, গত তিন দিন যাবত আটকে রয়েছে বহু গাড়ি। বহি রাজ্যের লরি চালকরা জানায় বৃষ্টির কারণে গাড়ির চাকা ফেঁসে যাচ্ছে। বৃষ্টির ফলে কাদা জমে জাতীয় সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত সংস্থা এন এস সি এর কর্মীরা চেষ্টা চালাচ্ছে গাড়ি গুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য।