স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর|| আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে সিপিআইএম পশ্চিম জেলা দপ্তর এর তিন তালায় আলোচনাচক্রের আয়োজন করা হয়।আজ আন্তর্জাতিক নারী দিবস।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির কার্যালয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক আলোচনা চক্রে আয়োজন করা হয়। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রীরা অভিযোগ করেন দেশ স্বাধীন হওয়ার 74 বছর পরও দেশের নারীরা স্বাধীনতা ভোগ করতে পারছেন না। স্বাধীন দেশের নারীরা এখনো পরাধীন। এখনো পর্যন্ত মহিলা সংরক্ষণ বিল পাস করানো যায়নি। রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করানো হলেও এখনো পর্যন্ত লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করা সম্ভব হয়নি। নারী নেত্রীরা বলেন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না হলে রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর করতে পারবেন না। পরিকল্পিত ভাবেই মহিলা সংরক্ষণ বিল পাস করানো হচ্ছে না বলেও বাম নারীনেত্রীরা অভিযোগ করেছেন। দেশের সরকার নারীদের স্বার্থ রক্ষায় সঠিক দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ করা হয়েছে। মানবাধিকার কমিশন থাকলেও কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।
নারী নেত্রীরা আক্ষেপ করে বলেন আমাদের দেশে এখনো লাভ জিহাদের নামে তরুণ-তরুণী যুবক-যুবতীকে হত্যা করা হচ্ছে। নারীনেত্রীরা আরো অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের দমন পিরন নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করা হচ্ছে। আমাদের দেশে এবং রাজ্যে কর্মক্ষেত্র নারীরা সুরক্ষিত নন বলে নারী দিবসের আলোচনা চক্রে অভিমত ব্যক্ত করেছেন নারীনেত্রীরা। নারীদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য দেশের সরকারকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে এবং মহিলা সংরক্ষণ বিল পাস করানোর জন্য সম্প্রতি রাজনৈতিক দলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নারী সমিতির তরফ থেকে জানানো হয়েছে।