Trinamool: আগামী 5 জানুয়ারি রাজভবন অভিযান করবে তৃণমূল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর|| 15 দফা দাবিতে আগামী 5 জানুয়ারি রাজভবন অভিযান করবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ মোট 15 দফা দাবিতে রাজভবন অভিযান এর সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। রাজভবন অভিযানের সামিল হওয়ার জন্য রাজ্যের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক। বৃহস্পতিবার নিজ বাস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মহিলা নির্যাতন, দোকানপাট, বাড়িঘর সহ নানা স্থানে হামলা, অগ্নিসংযোগ, বাইক বাহিনীর তান্ডব প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। আগরতলা পূর্ব মহিলা থানায় হামলার ঘটনা সংঘটিত করেছে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী। এই হামলার ঘটনায় কারা জড়িত রয়েছে সে সম্পর্কিত যাবতীয় ভিডিও রয়েছে ফুটেজ রয়েছে।

প্রকাশ্য দিবালোকে মহিলা থানায় হামলার ঘটনার তদন্তের জন্য একজন উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য তৃণমূল কংগ্রেসের  পক্ষ থেকে জোরালো দাবি  জানানো হয়েছে।রাজভবন অভিযান উপলক্ষে 15 দফা দাবির মধ্যে অন্যান্য দাবিগুলো হলো অবিলম্বে শূন্যপদ পূরণ করা, বেকারদের কর্মসংস্থান, রাজ্যে শিল্প স্থাপন করে বেকারদের কাজের ব্যবস্থা করা, বিদ্যুৎ মাশুল 50% হ্রাস করা, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার,জাতীয় সড়ক নির্মাণে   দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষা বেসরকারিকরণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। সর্বোপরি নৈরাজ্য বন্ধ করতে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে জোরালো দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?